Skip to main content

Posts

Showing posts from November, 2013

বক্তৃতা

কুরআন এবং হাদিসে রাসুল হলো  বিজয়ী শ্রেষ্ঠ সাহিত্য মুহাম্মদ যাইনুল আবিদীন আমার বলবার কথা যতোটুকু এখানে সেটা হলো, আমরা এ ধারায় একেবারে নতুন নয়। আশির দশকে এসে বা নব্বই দশকে এসে আমরাই নতুন করে শুরু করেছি এমন না। বরং কাজ অনেক পিছন থেকে চলে আসছে। মেশকাত শরিফের তরজমা করেছেন মাওলানা নুর মুহাম্মদ আযমী। ভুমিকায় লিখেছেন হাদিসশাস্ত্র সম্পর্কে। হাদিসের তথ্য-ইতিহাস এনেছেন। অথচ ঠিক এমন সময় ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসরের পক্ষে খুব সহজ ছিলো না খুব সহজেই কোনো গ্রন্থ রচনা করবেন। সুতরাং যে সময়টাতে করেছেন সে সময়টাকেও দেখবার প্রয়োজন আছে। কতোটা তথ্য-উপাথ্য তখন সংগ্রহ করা যেতো। আমি এ কারণেই বলি, অনেক সময় আমরা তারুণ্যের উত্তাপে আমাদের পূর্বসুরীদের নাকচ করে দিই। এটা ভালো নয়, সঠিক নয়, সম্ভ্রান্ত সন্তানের পরিচয় নয়।

বাতিঘর

মহান পুরুষ আল্লামা আতহার আলী রহ. যুবায়ের আহমাদ একটি জাতির পরিবর্তনের জন্য দরকার একজন নেতা। মুসা আ. বনি ইসরাঈলে বিপ্লব ঘটিয়েছিলেন , ইবরাহিম আ. নমরূদের মসনদে আঘাত হেনে আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠা করেছিলেন , তেমনি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার ভাগ্যে পরিবর্তন ঘটিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদ বিন কাসিম তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই উপমহাদেশের মানুষকে আত্মিক মুক্তির সন্ধান দিতে সক্ষম হয়েছিলেন। একজন তিতুমীরের ডাকে বাংলার নিপীড়িত মজলুম জনতা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো।